Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

১।  প্রতিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি পারিবারিক তথ্যের উপরভিত্তিকরে সার্বিক গ্রাম তথ্য বই প্রণয়ন করবে। গ্রাম তথ্য বইএর উপর ভিত্তিকরেপ্রতিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি বার্ষিকসাধারণ সভা (এজিএম)ওবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে (অর্থনৈতিক ওসামাজিক উন্নয়ন)।

২।গ্রামের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা সমন্বিত হবে কেন্দ্রীয় সমিতিতেএবংসামাজিক ও অবকাঠামোগত পরিকল্পনা ইউনিয়নপরিষদের মাধ্যমে উপজেলাপরিষদেপ্রেরণ করা হবে। অর্থনৈতিক পরিকল্পনাবাস্তবায়নের জন্য কেন্দ্রীয়সমিতিব্যাংকসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থারসাথে সংযোগ প্রতিষ্ঠা করবে।

৩।সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে বিভিন্ন উন্নয়ন কর্মীথাকবেযাঁরাবিভিন্ন বিষয়ে (যেমন; কৃষি, মৎস্য, হাঁস-মুরগী ও গবাদি পশু, স্বাস্থ্য-পুষ্টি, পরিবার পরিকল্পনা, শিক্ষা, মহিলা, যুব, পরিবেশ, সাংগঠনিকও পূঁজি গঠণ) প্রশিক্ষিত হবে। তাদের মাধ্যমে ও সার্বিক গ্রামউন্নয়নসমবায়সমিতির সরাসরি তত্ত্বাবধানে সকল প্রকার উন্নয়নের সেবা ওসরবরাহনিশ্চিতকরা হবে।

৪। গ্রাম পর্যায়ে মহিলা, পুরুষ এবং ক্ষুদে সমবায়ীগণপ্রতিসপ্তাহেপৃখকভাবে সভা করে তাদের কাজ কর্মের অগ্রগতি পর্যালোচনারমাধ্যমেপরিবীক্ষনকরবে। বিভিন্ন বিষয় ও দলভিত্তিক পরিকল্পনা ওকার্যক্রমগ্রহণ করেসমিতিরকাজকর্ম সমন্বিতভাবে পরিচালিত হবে।