Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

আমরা জানি যে, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর মূল উদ্দেশ্যহচ্ছেগ্রামেরসকল শ্রেনী ও পেশার বাসিন্দাদেরকে গ্রাম ভিত্তিক একটিসার্বিকগ্রাম উন্নয়নসমবায় সমিতির আওতায় নিয়ে আসা। প্রত্যেক সদস্যেরস্বচেষ্টাওআত্ননির্ভরশীলতার ভিত্তিতে এবং তার যোগ্যতা ও প্রবনতাঅনুযায়ী পরিকল্পিতউপায়ে আয়-উপার্জন বৃদ্ধিকল্পে যেন আত্নকর্মসংস্থান হয় এবংদারিদ্রবিমোচন  হয়ে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। সমায় সমিতি গঠনছাড়াওসুনির্দিষ্টউদ্দেশ্য হলো বস্তুনিষ্ঠ জরিপের দ্বারা গ্রামতথ্য বই তৈরীকরা; বার্ষিক উন্নয়ন পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা; গ্রামে উন্নয়নকর্মীসৃষ্টি করা এবং সরকারী সেবা গ্রামে বয়ে নিয়ে আসা।

     উল্লিখিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্যইমূলত: সার্বজনীনউন্নয়নবাস্তবায়নপ্লাটফর্ম হিসাবে সমবায় সমিতি গঠন করা। আর সমবায় সমিতিরমাধ্যমেতাবাস্তবায়ন করা গেলেই গ্রামের সার্বিক উন্নয়ন সম্ভব। যা কারো একারপক্ষেসম্ভব নয়। কারণ দশের লাঠি একের বোঝা। তাই এক এককরে সকলের অংশগ্রহনেরমাধ্যমে বড় ও কঠিন কাজকে সহজে সম্পন্ন করার কৌশলহচ্ছে সমবায়। সমবায়একইসাথে গণতান্ত্রিক সংগঠনও বটে। সমবায়ের সদস্য তথাসমবায়ী হিসাবেপ্রত্যেকেইপ্রত্যেকের সমান। সার্বিক গ্রাম উন্নয়নে একটিকার্যকর ওশক্তিশালীগণতান্ত্রিক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ভূমিকানিম্নরুপেচিহ্নিতকরা যেতে পারে।

 

v     জরিপ ও গ্রাম তথ্য বই প্রণয়ন: সার্বিকগ্রাম উন্নয়ন কর্মসূচীরঅন্যতমনিয়ামক উপাদান গ্রাম তথ্য বই। গ্রাম তথ্য বইগ্রামের সার্বিকতথ্যেরভান্ডর। উন্নয়নের পরিকল্পনা গ্রহনের জন্য প্রয়োজনীয়তথ্যের উৎসহচ্ছেগ্রাম তথ্য বই। সঠিক বা নির্ভুল বই প্রণয়নে সার্বিক গ্রামউন্নয়নসমিতিরভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। জ্ঞান বিশ্বাসের অভাব কিংবাঅবাস্তবআশংকারকারনে একজন সাধারণ সদস্য নিজের বিষয়ে সম্পদ সম্পর্কে যথাযথতথ্য নাওদিতেপারে। সেক্ষেত্রে ভূল তথ্যের দ্বারা গ্রাম তথ্য বই তৈরী হওয়ারআশংকারয়েছে।ভুল তথ্যের উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা করা হলে সুফলপাওয়া যাবেনা।এক্ষেত্রে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানিক কাঠামোরযোগসূত্রথাকলেতা গ্রামের সাধারণ সদস্যকে উদ্বুদ্ধ করে বস্তুনিষ্ট গ্রামজরিপ এবংসঠিকগ্রাম তথ্য বই তৈরীতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।

 

v     উন্নয়নকার্যক্রমের প্লাটফর্ম:সমবায় সমিতির প্রশিক্ষন প্রাপ্ত সদস্য তথাদক্ষউন্নয়ন কর্মীর মাধ্যমে বিভিন্ন দপ্তরের প্রদেয় সেবা সমূহ গ্রামেরসার্বিকউন্নয়নে কজে লাগানো সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর অন্যতমউদ্দেশ্য। এবিষয়ে সার্বিক সমিতি সমূহের সেবা সমন্বয়ের কেন্দ্র হিসাবেগুরুত্বপূর্নঅবদান রয়েছে। গ্রামে যোগাযোগ সেবা বৃদ্ধির জন্য উন্নয়নকর্মীদেরপ্রচেষ্টাকে নিজস্ব দক্ষ কর্মীর মাধ্যমে সমন্বয় করে উন্নয়নসফলভাবেত্বরান্বিত করার প্লাটফর্ম হিসাবে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিসমূহেরগুরুত্ব অপিরসীম।

 

v     স্বাস্থ্য সেবা ও স্যানিটেশন:ইতোমধ্যেই প্রত্যেক ইউনিয়নে স্থাপিত হয়েছেইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। এতেসরকারী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।এখানে রয়েছে দক্ষ্য স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যকর্মীকে গ্রাম সমবায়ের অফিসেআমন্ত্রণ করে এনে জনস্বাস্থ্যঅধিদপ্তরের আওতায় উপজেলা ও ইউনিয়ন পরিষদেরমাধ্যমে সরকারী সেবার বিধানরয়েছে। এ ক্ষেত্রে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়সমিতির গ্রামতথ্যবই অনুসরণকরে স্যানিটেশন সুবিধা প্রদানের সুষ্ঠু ব্যবস্থাকরা সম্ভব। স্বাস্থ্যসেবারঅধিকার আদায় ও জবাবদিহিতা নিশ্চিত করনেঅংশগ্রহণমূলক সার্বিক গ্রাম উন্নয়নসমবায় সমিতি গ্ররুত্বপূর্ন ভূমিকা রাখতেপারে।

 

v     শিক্ষাসেবা:শিক্ষা সম্প্রসারণে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদেয়সুবিধাদিজনগণের মধ্যে নিশ্চিতকরনে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিসমূহের অবদানঅপরিসীম। গণশিক্ষা বা বয়স্ক শিক্ষা, সার্বিক স্বাক্ষরতা, শিক্ষার বিনিময়েখাদ্য প্রভৃতি কর্মসূচী বাস্তবায়নে সার্বিক গ্রাম উন্নয়নসমবায় সমিতিপ্রশিক্ষণ প্রাপ্ত সদস্য বা দক্ষ কর্মীদের কার্যকর অবদান রাখতেপারে। এবিষয়ে সার্বিক সমিতিসমূহের ভূমিক হচ্ছে প্রাথমিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষাসহ বিভিন্ন এনজিও গুলোর শিক্ষা কার্যক্রম সার্বিক গ্রাম উন্নয়ন সমিতিকে সম্পৃক্তকরণ। এতেশিক্ষার হার ও গুনগত মান বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কর্মসংস্থানওহবে।শিক্ষক নিয়োগের মাধ্যমে দক্ষ মানব সম্পদও সৃষ্টি হবে। শিশুদেরপ্রাথমিকশিক্ষা থেকে ঝড়ে পড়ার হার কমে যাবে। এভাবই তৈরী হবে শিক্ষিত গ্রাম।

 

v     কৃষিও সেচ সম্প্রসারণ সেবা:সার ও কীটনাশকের সুষ্ঠু বিতরণ এবং সহজপ্রাপ্যতারজন্য সরকার ডিলার নিয়োগ করে। ডিলার নিয়োগে ব্যক্তির বদলে সার্বিকগ্রামউন্নয়ন সমবায় সমিতির নামে ডিলারশিপ থাকলে সার, কীটনাশক ও উন্নতবীজেরকৃত্রিম সংকট সৃষ্টি হবে না। সেচ সম্প্রসারণের বিষয়টি একই রকম। এতে উৎপাদনবেড়ে সদস্যদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। ডিলারশিপের মাধ্যমে সমিতিরফান্ডেওমুনাফা জমা হবে। আবার সমিতির মাধ্যমে কৃষক সদস্যগণকেকৃষিসম্প্রসারণঅধিদপ্তরের উপজেলা অফিসের প্রশিক্ষণ সেবা প্রদান করা সম্ভব। এসব সরকারীসেবা ও সুযোগ গ্রামে পৌছানোর ব্যাপারে সমিতির দক্ষ উন্নয়নকর্মীরাগুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।

 

v     যুব, মৎস্য ওপ্রাণিসম্পদ বিষয়ক সেবা:বেকার যুবক-যুবতীরআত্নকর্মসংস্থানের জন্য যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন ট্রেডেপ্রশিক্ষণ দেয়া হয়। মৎস্য ওপ্রানিসম্পদ অফিসের আওতায় মৎস চাষ, হাঁস-মুরগীপালন, গরু মোটাতাজাকরণসহবিভিন্ন কোর্সে প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে। সেলাই, মৌচাষ, বনায়ন, কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় যুব উন্নয়নঅধিদপ্তরের আওতায়।প্রশিক্ষিত যুবক-যুবতীর মধ্যে খাস পুকুর, খাস জমি এবংগ্রামীণ রাস্তা ওসড়ক বরাদ্দ দিয়ে তাদের আত্নকর্মসংস্থানে এবং পরবর্তীতেতাদের কার্যক্রমেরজবাবদিহিতা ও মনিটরিং এর জন্য সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়সমিতির ভূমিকাঅনন্য। এভাবে একক কোন ব্যক্তির বদলে সমবায়কে সম্পৃক্ত করে বাসমিতির সহায়তানিয়ে উন্নয়নের পথকে আরও বেশী কার্যকর করা সম্ভব।

 

v     গ্রামসালিশি:গ্রাম বা পল্লী হচ্ছে সনাতন জনপদ। বারো রকমের মানুষেরবসবাসগ্রামে। তাই গ্রামের সমস্যাও বিচিত্র। ঘরবাড়ীর সীমানা জমি জিরাতগরু-ছাগলএমনকি ছেলে-মেয়েদের দুষ্টামি বা খেলার বিরোধ নিয়েও মনোমালিন্য ওঝগড়াফ্যাসাদ বেধে যায়। এতে ভিলেজ পলিটিক্সও থাকে। ফলে অনেক সময় মানুষওভিলেজপলিটিক্সের কারণে নি:স্ব হয়ে পরে। তাই গ্রামের মানুষের সনাতন আদালতহচ্ছেসালিশি বৈঠক। গ্রামীন সালিশি বা বৈঠকে বিরোধ নিষ্পত্তি হলে আর কোর্টকাচারিকরতে হয় না। অন্যথায় মামলা মোকদ্দমার ফলে অনেকই সর্বস্বাস্ত হয়েযায়।এক্ষেত্রে গ্রামের সমবায় সমিতিকে মিলন কেন্দ্র ধরে সমিতির শালিশবোর্ডবিরোধ গ্রামেই নিষ্পত্তি করতে পারেণ। এতে শান্তি নিরাপত্তা ও সম্পদসবইরক্ষা করা যায়। সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটইহতেপারে গ্রামের সালিশি বোর্ড।

 

v     ভূমি উন্নয়ন ও ট্যাক্স:দেশের রাজস্ব আয় বৃদ্ধি না পেলে জাতীয় উন্নয়ন বাবার্ষিক উন্নয়ন কর্মসূচীস্থবির হয়ে পড়ে। রাজস্ব আয়ের অন্যমত উৎস্য ভূমিউন্নয়ন কর তথা ট্যাক্স ওখাজনা। প্রত্যেক ইউনিয়নে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস।এ অফিসের মাধ্যমে সরকারঅনেক বেশী সাধারণ মানুষের জন্য উম্মুক্ত ভূমিপরিমান বিষয়ক রিরোধ, দলিল, পরচা, মিউটেশন বা খারিজকরণ পদ্ধতিসহগুরুত্বপূর্ণ সেবা জনগন ঘরের দুয়ারেপাচ্ছে। এক্ষেত্রে স্থানীয় সার্বিকগ্রাম উন্নয়ন সমিতির অবদান অত্যন্তগুরুত্বপূর্ন। সার্বিক গ্রাম উন্নয়নসমবায় সমিতির মাধ্যমে গ্রামের ভূমিউন্নয়ন কর সহ অন্যান্য খাজনা প্রদানেগ্রামের সদস্যদের উদ্বুদ্ধকরণ, সচেতনতাবৃদ্ধিসহ জাতীয় রাজস্ব সংগ্রহেকার্যকর ভূমিকা রাখতে পারে।

 

v     স্থানীয়সম্পদ ব্যবহার:গ্রামে স্থানীয় সম্পদের ভান্ডার অপিরসীম। এই সবস্থানীয়সম্পদ ব্যবহারের অভাবে অবহেলিত হয়ে পড়েরয়েছে। মজা পুকুর, বাড়ীরজনার্কীর্ন আঙ্গিনা, পতিত জমি, বিল, ডোবা, গ্রামীণ সড়কপ্রভৃতিতেস্থায়ীভাবে পরিকল্পনা নিয়ে উৎপাদনে নিয়ে আসতে সার্বিক গ্রামউন্নয়ন সমবায়সমিতির গুরুত্ব অপরিসীম। গ্রামে অব্যবহৃত সম্পদ একার পক্ষেকাজে লাগানোসম্ভব নয়। কিন্তু সমিতির মাধ্যমে তা ব্যবহার করে পরিকল্পিতউপায়ে আত্নকর্মসংস্থান, উপার্জন বৃদ্ধি তথা দারিদ্র হ্রাসকরণের ‍উপায়কেত্বরান্বিত করা সম্ভব।

 

v     উল্লিখিত সুনির্দিষ্ট বিষয়াবলী ছাড়াও বয়ষ্কভাতা প্রদান, ভোটার তালিকা প্রণয়ন, কৃষি ও আদম শুমারী, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীইত্যাদি বিষয়ে গ্রাম তথ্যবইয়ের কার্যকর ব্যবহারের মাধ্যমে সেবা-সরবারহেরজবাবদিহিমূলক পরিকাঠামো সৃষ্টিতে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিগুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

 

সোনারগাঁ উপজেলার কর্মকান্ড

 

০১। ইউনিয়নের নাম:

ইউনিয়নের নাম

সমিতির সংখ্যা

বৈদ্যের বাজার

২০টি

মোগরাপাড়া

২২টি

পিরোজপুর

২৩টি

আমিনপুর

৬টি

বারদী

২টি

সনমান্দী

১টি

কাঁচপুর

১টি

০২। সমিতির সংখ্যাঃ- ৭৫টি।

০৩। সমিতিভূক্ত পরিবারের সংখ্যাঃ- ৭১৮১টি

০৪। সদস্য সংখ্যাঃ-

পুরুষ

৪১৬৮ জন

মহিলা

৪৮৪৭ জন

ক্ষুদে

২৬০৭ জন

০৫। পূজিঁ গঠনঃ-

ক) সঞ্চয় আমানত

পুরুষ

৫৫০৮২৩৭ টাকা

মহিলা

৬৩২৫৮৯২ টাকা

ক্ষুদে

২৯০০৪৩১ টাকা

খ) শেয়ার আমানত

পুরুষ

২১২৬৫৯৫ টাকা

মহিলা

২৭০০৮৭০ টাকা

০৬। নিজস্ব তহবিল থেকে কর্জ দাদনঃ-

পুরুষ

১৬৯৯০৩৭০ টাকা

মহিলা

২০৭৯৬৭৭০ টাকা

০৭। ঋণ গ্রহনকারীর সংখ্যাঃ-

পুরুষ

৩৮৮৪ জন

মহিলা

৪৪২২ জন

০৮। ঋণ পরিশোধঃ-

পুরুষ

১০১৬৬৮১৬ টাকা

মহিলা

১২০৮১৮৬০ টাকা

০৯। ঋণ পরিশোধের সংখ্যাঃ-

পুরুষ

২৯৫২ জন

মহিলা

৩৩৬৭ জন

১০। বিভিন্ন প্রশিক্ষনঃ-

বিশেষ প্রশিক্ষন

৩৬৭০ জন

মন মন সিকতা পরিবর্তন প্রশিক্ষন

২২৫০ জন

গ্রাম কর্মী প্রশিক্ষন

২২৫ জন

১১। হাঁস মুরগী ও গবাদি পশুর টিকাদান সংখ্যাঃ-

হাঁস মুরগী

১১৪৩৬২ টি

গরু ছাগল

২১৬৪৭ টি

গাভীর কৃত্রিম প্রজনন

৪৮১২ টি

১২। শিক্ষা কার্যক্রমঃ-

স্কুলে/মক্তবে প্রেরণ সংখ্যা

ছেলে

৫৫২০ জন

মেয়ে

৫১৫৯ জন

১৩। স্বাস্থ্য ও পুষ্টিঃ-

ইপিআই ঠিকাদান

১০০%

পানীয় জলের নলকূল স্থাপন

৪৪৪৫ টি

জলাবদ্ধ পায়খানা স্থাপন সংখ্যা

৫৫৪৩

১৪। পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহনঃ-

ক) স্থায়ী পদ্ধতি গ্রহনকারী সংখ্যাঃ-

পুরুষ

১২৫২ জন

মহিলা

২৫০৫ জন

খ) অস্থায়ী পদ্ধতি গ্রহনকারী সংখ্যাঃ-

পুরুষ

২৬৭২ জন

মহিলা

৭০৫৮ জন

১৫। বৃক্ষরোপনঃ-

কাঠ জাতীয় গাছ

৯৭৭০০ টি

ফল জাতীয় গাছ

৫৩৯২২ টি

অন্যান্য, ঔষধী ও ফুল জাতীয় গাছ

১৪৯৯৫ টি

১৬। সেবামূলক কার্যক্রমঃ-

রাস্তা মেরামত ও সংস্কার

১২৩৪৫৭ গজ

ড্রেইন মেরামত ও সংস্কার

৫১ টি

সালিশ নিষ্পত্তি

৪৬৯ টি

ত্রীড়া অনুষ্ঠান

১৪৯ টি

ধমীয় অনুষ্ঠান

৪৪৪ টি

যৌতুক বিরোধ অভিযান

৩২১ টি

ধুমপান নিরোধ অভিযান

৬০৪ জন

পরিষ্কার পরিচ্ছন্ন র‌্যালী

৪৯৬ টি

১৭। ত্রান বিতরন (বিভিন্ন সময়)- ১৪১৪৭০ টাকা

১৮। অত্র উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির তালিকাঃ-

ক্রমিক নং

সমিতির সমূহের নাম

০১

হাতকোপা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০২

দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০৩

সাতভাইয়াপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০৪

সাহাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০৫

হাড়িয়াবৈদ্যপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০৬

হবিগঞ্জ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০৭

টেংগারচর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০৮

মামরকপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

০৯

উলুকান্দি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১০

খংসারদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১১

হামছাদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১২

রামভদ্রেরবাগ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১৩

দামোদরদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১৪

ঢাকারবন্ধ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১৫

পশ্চিম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১৬

বসুন্দরদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১৭

আদমপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১৮

বারদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

১৯

মনোহরদিসার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২০

দীঘিচাদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২১

পঞ্চবটিসার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২২

গাবতলী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২৩

ভাটিবন্দর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২৪

ভবনাথপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২৫

পূর্ব ভটিবন্দর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২৬

রতনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২৭

পশ্চিম কান্দারগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২৮

ছয়হিস্যা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

২৯

মনাইকান্দি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩০

জৈনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩১

পিরোজুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩২

চান্দেরচক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩৩

মঙ্গলেরগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩৪

উত্তরচর গোয়ালদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩৫

চরগোয়ালদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩৬

ছোটকোরবানপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩৭

কোরবানপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩৮

তাতুয়কান্দি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৩৯

পূর্ব তাতুয়াকান্দি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪০

নয়াগাঁওসার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪১

প্রতাপনগরসার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪২

পাঁচকানিরকান্দি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪৩

পূর্ব কান্দারগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪৪

জিয়ানগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪৫

কাবিলগঞ্জ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪৬

নাল আলাবদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪৭

রহমতপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪৮

পিছ মাধবপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪৯

দলদারসার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫০

কালিগঞ্জ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫১

কাফুরদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫২

নগরসাদিপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫৩

উলুকান্দি সূর্যমূখী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫৪

গোহাট্টা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫৫

মুক্তিশপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫৬

ডহরপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫৭

ফুলবাড়িয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫৮

মাঝের চর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৫৯

কাজিরগাঁ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬০

ভাটিপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬১

বাড়ীমজলিশ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬২

ইলিয়াসদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬৩

দমদমা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬৪

লেবুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬৫

মোবারকপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬৬

কৃষ্ণপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬৭

চান্দেরকীর্তি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬৮

খাসেরকান্দা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৬৯

দুধঘাটা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৭০

মাধবপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৭১

পশ্চিম বেহাকৈর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৭২

নাজিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৭৩

পৌরভবনাথপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৭৪

হাবিবপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৭৫

হামছাডি নয়ামাটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ